নিয়ে নিন এন্ড্রয়েডের জনপ্রিয় গেম Earn to Die [Full Version *Paid]



আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি এন্ড্রয়েডের মজাদার গেম Earn to Die এর Full Version। প্লেষ্টোরে যার দাম মাত্র $১ ডলার। কি? প্লেষ্টোর থেকে $১ ডলার দিয়ে কিনবেন, নাকি আমার কাছ থেকে ফ্রীতে নিবেন। আমার কাছ থেকে নিতে হলে পুরো টিউনটি পড়তে হবে কিন্তু!!! 


দেখে নেয়া যাক কি কি থাকছে গেমটির পেইড ভারসনেঃ 
  • সম্পুর্ন স্টরি মোড খেলতে পারবেন।
  • থাকছে ৮ টি ভিন্ন ভিন্ন গাড়ি।
  • তাছাড়া গ্যরেজে গাড়ি আপগ্রেড দেয়ার বিভিন্ন উপকরণ তো থাকছে।
  • মোটা মোটা যাম্ববিও আছে কিন্তু!!!
  • সেইরাম বোস্টার, পুরাই পাংখা!!! :mrgreen:
  • অসাধারন এনিম্যটেড দৃশ্য।
  • চেম্পিয়ন মোড আনলকড।
  • এক্ট্রা ফিচারঃ হলোয়িন মোড।
 ডাউনলোড করতে  ক্লিক করুন।



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট